January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 18th, 2022, 7:08 pm

৪০০ মিলিয়নের ক্লাবে ‘ওয়াকান্ডা ফরএভার’

Marvel Studios' BLACK PANTHER..L to R: Okoye (Danai Gurira), Nakia (Lupita Nyong'o), and Ayo (Florence Kasumba)..Ph: Matt Kennedy..©Marvel Studios 2018

অনলাইন ডেস্ক :

রায়ান কুগলারের ‘ব্ল্যাক প্যান্থার : ওয়াকান্ডা ফরএভার’ মুক্তির দ্বিতীয় সপ্তাহের আগেই বক্স অফিসে ৪০০ মিলিয়ন ডলার আয়ের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে সিনেমাটি ঘরোয়া মার্কেটে ২১৩ মিলিয়ন ডলার আয় করেছে। এদিকে বিশ্বব্যাপী ১৮৭ মিলিয়ন ডলার আয় করে ৪০০ মিলিয়নের ক্লাবে পৌঁছে গেছে সিনেমাটি। প্রথম স্থানে রয়েছে মার্ভেল স্টুডিওর চলচ্চিত্র ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’, যেটি ১৮৭ মিলিয়ন আয় করেছে। ‘ওয়াকান্ডা ফরএভার’ সিনেমাটির শক্তিশালী অভিনয় ও নির্মাণের কারণে এই সপ্তাহের শুরুতে বিশ্বব্যাপী তিন বিলিয়নের টিকিট বিক্রি করেছে ডিজনি। দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই সপ্তাহের শেষে ব্ল্যাক প্যান্থার সিক্যুয়ালটি সহজেই বিশ্বব্যাপী চার্টের শীর্ষে থাকবে। অভ্যন্তরীণভাবে এটি কমপক্ষে আরো প্রায় ৭০ মিলিয়নের মতো আয় করবে বলেও আশা করা হচ্ছে। রবিবারের শেষ নাগাদ বিশ্বব্যাপী ৫৫০ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এটি। সিনেমাটি বছরের শীর্ষ আয়কারী একটি চলচ্চিত্রে পরিণত হতে যাচ্ছে। ওয়াকান্ডা ফরএভার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যান্থার’-এর সিক্যুয়াল। সিনেমাটি প্রযোজনা করেছে মার্ভেল স্টুডিওস ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স। সিনেমাটির প্রধান তারকা চ্যাডউইক বোজম্যান ২০২০ সালে মারা যান। ওয়াকান্ডা ফরএভার ৯ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সূত্র : দ্য হলিউড রিপোর্টার