January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 10th, 2021, 6:47 pm

৪০ হাজার আফগান শরনার্থীকে আশ্রয় দেবে ইইউ

অনলাইন ডেস্ক :

আরও ৪০ হাজার আফগানকে আশ্রয় দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৫ রাষ্ট্রের একটি গ্রুপ। গত বৃহস্পতিবার এই দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় কমিশনার ইয়ালভা জোহানসন এ ঘোষণা দেন। এরমধ্যে জার্মানি একাই আশ্রয় দেবে ২৫ হাজার শরনার্থীকে। অপরদিকে নেদারল্যান্ডস ৩ হাজার ১৫৯, স্পেন, ২ হাজার ৫০০ ও ফ্রান্স ২ হাজার ৫০০ আশ্রয় দেবে। গ্রুপে থাকা অন্য দেশগুলোও কম সংখ্যায় শরণার্থীদের পুনর্বাসনের জন্য আশ্রয় দেবে। এ খবর দিয়েছে আল-জাজিরা। ঘোষণায় জোহানসন বলেন, আমি মনে করি এটি সংহতির একটি অসাধারণ কাজ। নিয়ন্ত্রিত উপায়ে আরও বেশি আফগানকে আশ্রয় দেওয়ার ফলে অনিয়মিত আগমন ঠেকাবে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনার এর আগে ব্লকটিকে পাঁচ বছরে ৪২ হাজার ৫০০ আফগান শরণার্থী গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্র এর প্রতিবাদ করে। ধারণা করা হয়, ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর প্রায় ৮৫ হাজার আফগান নাগরিক দেশ ছেড়ে ইউরোপের কাছাকাছি বিভিন্ন দেশে অবস্থান করছেন। ২০ বছরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার সময় দেশ ছাড়া ২৮ হাজার আফগান ইইউ’র ২৪টি দেশে অবস্থান করছেন। ইউএনএইচসিআর প্রধান ফিলিপো গ্রান্ডি এর আগে সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, এই ৮৫ হাজার আফগান উদ্বাস্তু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মধ্যে অর্ধেককেই অবশ্যই ইউরোপকে আশ্রয় দিতে হবে। তবে কবে নাগাদ তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা হবে তা নিশ্চিত করেননি ইইউ কর্মকর্তারা।