July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 8:05 pm

৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড বড়লেখার সুমি ও আরিফ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

৪৪তম বিসিএস পরীক্ষায় বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী সুমি বেগম শিক্ষা ক্যাডারে ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক মেধাবী শিক্ষার্থী আরিফ আহমদ সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের এই সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক/শিক্ষিকাসহ এলাকায় আনন্দের বন্যা বইছে। সোমবার সরকারি কর্মকমিশন (পিএসসি) ওয়েবসাইটে ৪৪তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে। আরিফ আহমদ ঢাকাস্থ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সুমি বেগম ২০২৩ সাল থেকে ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে কর্মরত। তিনি উপজেলার কলাজুরা গ্রামের মৃত ইসমাইল আলী ও করবুন নেছার চতুর্থ মেয়ে। ২০১০ সালে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন এ-প্লাস ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে ব্যবসায় শিক্ষা শাখায় সিলেট শিক্ষাবোর্ডে প্রথমস্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

 

এদিকে বিসিএস সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আরিফ আহমদ উপজেলার চন্ডিনগর গ্রামের বশির উদ্দিন ও ফেরদৌসী বেগমের ছেলে। তিনি ২০১৩ সালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ-প্লাস পেয়ে এইচএসসি পাশ করেন। ২০২১ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এমবিএ সম্পন্ন করেন। তিনি ঢাকাস্থ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসিসটেন্ট ম্যানেজার পদে কর্মরত। আরিফ আহমদ ও সুমি বেগমের কৃতিত্বে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অরসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ।