অনলাইন ডেস্ক :
দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর অবশেষে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৪ঠা অক্টোবর) বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ফেরি ‘কুঞ্জলতা’। ফেরিটি পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বরের পিলারের মধ্য দিয়ে সফলভাবে অতিক্রম করে। পরীক্ষামূলকভাবে সচল হওয়া ফেরিটিতে বিআইডাব্লিউটিসি, বিআইডাব্লিউটিএ এবং সেতু কর্তৃপক্ষের পর্যবেক্ষক দল রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ফেরিটি নির্বিঘেœ নদী পার হতে পারলে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। এদিকে ফেরি সচল হওয়ার খবর পেয়ে সকাল থেকে শিমুলিয়া ঘাটে ছোট-বড় যানবাহন আসতে শুরু করেছে। জানা যায়, পদ্মায় তীব্র ¯্রােতে দুর্ঘটনা এড়াতে ও পদ্মা সেতুর নিরাপত্তায় গত ১৮ই আগস্ট থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। এই রুটের বিকল্প হিসেবে শরীয়তপুরের জাজিরার মাঝিরকান্দিতে ফেরিঘাট তৈরি করে শিমুলিয়া-মাজিরকান্দি রুটে ফেরি চলাচলের ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন
ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অনুরোধ সরকারের
সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ
যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে