ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সারাদেশে রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অগ্নিসংযোগের ১৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে- ঢাকা বিভাগে আটটি।
তিনি আরও জানান, ঢাকা বিভাগ (নারায়ণগঞ্জ, সাভার, ফরিদপুর) তিনটি। বরিশাল বিভাগে একটি, রাজশাহী বিভাগে একটি এবং রংপুর বিভাগে একটি করে অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, এ সময় মোট ১১টি বাস, দুটি হিউম্যান হলার ও একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়।
—-ইউএনবি

আরও পড়ুন
নির্যাতন ও দারিদ্র্য পেরিয়ে তিন নারীর অদম্য জয়গাথা
রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে ভাষিয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন
কোম্পানীগঞ্জে মাদক নির্মূলে ফুঁসে উঠছে যুবসমাজ! ঐক্যের ডাকে সভা সম্পন্ন