অনলাইন ডেস্ক :
তিনটি ব্রিটিশ কোম্পানিকে পারমাণবিক-চালিত অ্যাটাক সাবমেরিন তৈরির কাজ দিয়েছে যুক্তরাজ্য। ৪৯০ কোটি ডলারের চুক্তির আওতায় কোম্পানিগুলো এই সাবমেরিনের নকশা ও উৎপাদন করবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আকুস চুক্তির আওতায় এই সাবমেরিন তৈরি করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে বলেছে, বিএই সিস্টেমস, রোলস-রয়েস ও ব্যবকক কোম্পানির সঙ্গে চুক্তিটি যুক্তরাজ্য ও ত্রিপক্ষীয় আকুস কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিবৃতিতে বলা হয়েছে, এসএসএন-আকুস সাবমেরিন হিসেবে পরিচিত নতুন ডুবোযানগুলো হবে রয়্যাল নেভির পরিচালিত বৃহত্তম, সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী।
২০৩০-এর দশকের শেষ দিকে এসব সাবমেরিনের প্রথম চালান যুক্তরাজ্যে মোতায়েন করা হতে পারে। অস্ট্রেলিয়ায় মোতায়েন করা হতে ২০৪০-এর দশকের শুরুর দিকে। মার্চ মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা এসএসএন-আকুস সাবমেরিন পরিকল্পনা উন্মোচন করেছিলেন। এশিয়া প্রশান্ত অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার উদ্যোগ হিসেবে দেশ তিনটি ত্রিপক্ষীয় আকুস চুক্তিতে সম্মত হয়েছে।
আরও পড়ুন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮
‘মাথা ঘুরে পড়ে না যায়’, গাজার শিশুদের খেলতে নিষেধ করছে অভিভাবকরা