৪৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী নিহত হয়েছেন। রাশিয়ার আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি হেলিকপ্টার থেকে বিমানের পোড়া ফিউসেলাজ দেখা গেছে।
বিধ্বস্ত বিমানটিতে ৪৯ জন আরোহী ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন। প্রাথমিক তথ্যের বরাতে তিনি বলেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে পাঁচ শিশু। এ ছাড়া উড়োজাহাজে ক্রু ছিলেন ছয়জন।
এর আগে এক প্রতিবেদনে বিমানটি নিখোঁজের তথ্য জানায় রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন
থাইল্যান্ডের সীমান্তবর্তী ৮ জেলায় মার্শাল ল’ জারি
রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৭ শিশু শিক্ষার্থী নিহত, আহত ২০
বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জনকে ফেরত পাঠাল মালয়েশিয়া