January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 16th, 2022, 8:51 pm

৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

গাজীপুরের রাজেন্দ্রপুরে বৃহস্পতিবার সকালে ভাওয়াল এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশন ছাড়ার পরপরই সকাল ১০টার দিকে একটি বগি লাইনচ্যুত হয়। এরপরে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। এ কারণে দুইদিকে জামালপুর কমিউটার ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

তিনি বলেন, ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া চালিয়ে কাজ শেষ করলে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

—ইউএনবি