রংপুর ব্যুরো:
আগামী ৪ জুলাই (শুক্রবার) বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ জুলাই) রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম। তিনি জানান, ১৭ বছর পর এ ধরনের জনসভার আয়োজন করা হচ্ছে। সভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, শহীদদের স্মরণ, তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিসহ মানবিক বাংলাদেশের লক্ষ্যে বিভিন্ন দাবি উত্থাপন করা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আরও অনেকে।
জনসভাকে সফল করতে উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানকে আহ্বায়ক করে ১৩টি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান মাওলানা হালিম। তিনি বলেন, এ জনসভায় এটিএম আজাহারুল ইসলাম দীর্ঘ ১৪ বছর কারাবাসের পর সরাসরি উপস্থিত থাকবেন, যা রংপুরবাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
সভায় শহীদ আবু সাঈদসহ ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি কৃতজ্ঞতা ও সহানুভূতি জানানো হয় এবং তাদের পরিবারের জন্য সরকারি সহায়তার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন
উম্মুক্ত হলো পাইকগাছার নাছিরপুর খাল ; মাছ ধরার উৎসবে জনতার ঢল
শেরপুরে ধ্বংস করা হলো ৪৫ হাজার গাছের চারা
৪৪তম বিসিএস শিক্ষা ও সমবায় ক্যাডারে সিলেক্টেড বড়লেখার সুমি ও আরিফ