December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 12:54 pm

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 

প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও নারী শিক্ষা, অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে ‘রোকেয়া পদক’ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদকগুলো তুলে দেন।

এবার রোকেয়া পদকে ভূষিতদের মধ্যে আছেন— নারীশিক্ষা (গবেষণা) ক্ষেত্রে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) ক্ষেত্রে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) ক্ষেত্রে ঋতুপর্ণা চাকমা।

রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিবসটিকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে মন্ত্রণালয়।

এনএনবাংলা/