ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সতর্ক বার্তায় অধিদপ্তর বলেছে, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতিও অব্যাহত থাকতে পারে।
—–ইউএনবি
আরও পড়ুন
বাটা’র বাংলাদেশের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি ফারিয়া ইয়াসমিন
নতুন পরিচয়ে ফারিণ
এমা অ্যাওয়ার্ডে প্রথমবার পুরস্কার জিতল বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’