January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 8:47 pm

৫০ পথশিশুদের মুখে ঈদের হাসি ফুটালেন কুলাউড়ার ইউএনও

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রতি বছরের ন্যায় এবারও ৫০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদ উপহার হিসেবে দুই হাজার টাকা মূল্যের বিভিন্ন ফল বিতরণ করেছে কুলাউড়া উপজেলা প্রশাসন। ঈদ উপহার সামগ্রী হাতে পেয়ে পথশিশুদের মুখে অনেক হাসি ফুটতে দেখা যায়। তারা বেজায় খুশি।

২৯ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মুখে পৌরশহরের ৫০ জন সুবিধা বঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদের উপহার (বিভিন্ন ধরণের ফল) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, সাংবাদিক মিন্টু দেশোয়ারা, সাইদুল হাসান শিপন, মাহফুজ শাকিল, সৈয়দ আশফাক তানভীর, এম এ কাইয়ুম, আজহার মুনিম শাফিন, সংগঠক আব্দুল্লাহ আল মাছুম প্রমুখ।

ঈদ উপহার হিসেবে ঝুঁড়িতে থাকা ২ হাজার টাকা মূল্যের প্যাকেজ তালিকায় ছিল (পোলাও চাল ২ কেজি, সেমাই ২ প্যাকেট, ময়দা ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১লিটার, ডানো দুধ ৫০০ গ্রাম, হালিম মিক্স ১ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, ডাল ১ কেজি, মাল্টা ৩টা, আপেল ৪টা, আনারস ২টা, তরমুজ ১টা, গরম মসলা,সাগু ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, বাদাম, বিস্কুট ১ প্যাকেটসহ ২ হাজার টাকার সামগ্রী প্রদান করা হয়।

পথশিশুদের মধ্যে ট্রেনে কাটা পড়ে আহত হওয়া শিশু মরিয়মসহ সুরাইয়া, রাকিব, সুমন, হৃদয়, নিজাম, আশিক, হাসান, সুজন, জিহাদ, স্বাধীন, শিহাব, সালাম, জসিম, ফয়ছল জানান, আমরা খুবই অসহায় সবসময় রাস্তাঘাটে ঘুরাফেরা করি। কেউ আমাদের দিকে ফিরে তাকায় না। তিন দিন পর ঈদ। এই খুশিতে ইউএনও স্যার আমাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে উপহার দিলেন সেটা আমরা মনে করছি এই ঈদে আমাদের জন্য সেরা উপহার। সেটা আমরা কোনদিন ভুলবনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী নিউ নেশনকে বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুদের এই উপহার প্রদান আমাদের একটা প্রচেষ্টা মাত্র। ঈদের মুহুর্তে তাদের মুখে যেন হাসি ফুটে সেটাই চেষ্টা করেছি। আগামীতেও ওইসকল সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে থাকবে উপজেলা প্রশাসন। এর আগেও পথশিশুদের ঈদ উপহার দেয়া হয়েছে।