March 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 26th, 2025, 12:36 pm

৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব ‘বিক্রির’ ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: এএফপি

অনলাইন ডেস্ক:
বিদেশি ধনীদের কাছে গোল্ড কার্ড বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে এই কার্ড নিতে পারবেন বিদেশিরা। এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি কাজ করতে পারবেন।

ওভাল অফিসে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। এই কার্ডের মূল্য হবে ৫০ লাখ ডলার। এর মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধা পাওয়া যাবে এবং নাগরিকত্ব পাওয়ার পথও সুগম হবে। ধনীরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। তিনি আশা করছেন লাখ লাখ মানুষের কাছে এই কার্ড বিক্রি হবে।

রাশিয়ান অলিগার্কদের কাছে এই কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।
এ সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে থাকা বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, এই কার্ডটি সরকারের ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের স্থলাভিষিক্ত হবে। বর্তমানে এই কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি করা প্রকল্পে নির্ধারিত অর্থ বিনিয়োগের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

লুটনিক বলেন, নতুন নিয়মে আবেদনকারীদের অবশ্যই যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে তারা ভালো নাগরিক।

ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সার্ভিস (ইউএসসিআইএস) দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ১৯৯০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিশ্বব্যাপী শতাধিক দেশে ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ সিস্টেম চালু আছে। – সূত্র: সিএনএন