নিজস্ব প্রতিবেদক
৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর প্রধান কার্যালয়ের ভবন নির্মাণ করা হবে। ভবনটি হবে ১০ তলা বিশিষ্ট।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে ‘কনস্ট্রাকশন অব ১০ স্টোরেড হেডকোয়ার্টার্স বিল্ডিং অব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাট মিরপুর’ নির্মাণে পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
‘নগরাঞ্চলের ভবন সুরক্ষা’ প্রকল্পের আওতায় প্রকল্পের নির্মাণে পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপত্র জমা পড়ে। ২টি দরপত্রই টেকনিক্যালি রেসপনসিভ বিবেচিত হয়।
দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি’র নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিওএ করপোরেশন, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা।
এদিকে বৈঠকে, চট্রগ্রামের ডাবলমুরিং পুলিশ স্টেশন কম্পাউন্ডে ২০ তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
‘বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের ডাবলমুরিং পুলিশ স্টেশন এলাকায় ২০ তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) এর পূর্ত কাজ কুশলী নির্মাতা লিমিটেডের সঙ্গে ৭৮ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৫৬৭ টাকায় চুক্তি হয়।
চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯৯৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
এছাড়া বৈঠকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় ২২ তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণ (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) এর পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
প্রকল্প বাস্তবায়নে পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লি. এর সঙ্গে ৮০ কোটি ২৪ লাখ ৪০ হাজার ৮০৩ টাকায় ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডাভুক্ত/টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস/বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৯৪৪ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
এর আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান থেকে টিএসপি ও ডিএপি সার চুক্তির মাধ্যমে আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন
ঈদের আগে চমক দেখালো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
নয়ছয় হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা
ড. ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান