January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 6:09 pm

৫২৫ পিস ইয়াবাসহ রংপুরে মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

৫২৫ পিস ইয়াবাসহ রংপুরে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুরের সদস্যরা।
র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ গতকাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২১ সেপ্টেম্বর, র‌্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকা পাইকার কাঁচা বাজারএলাকায় অভিযান চালিয়ে ৫২৫ পিস ইয়াবাসহ হারাগাছ পাইকারটারী গ্রামের আক্কাস আলীর পুত্র মাদক কারবারী আমিনুর ইসলাম (১৯) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী এই মাদক কারবারের সাথে তার সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এ ব্যাপারে র‌্যাব-১৩, রংপুর বাদী হয়ে মহানগরীর হারাগাছ থানায় একটি মাদক মামলা দায়ের করেছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হারাগাছ থানায় হস্তান্তর করা হয়।