January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 4th, 2022, 7:51 pm

৫২-তে পা দিলেন তাবু

অনলাইন ডেস্ক :

জীবনের ৫১টি বসন্ত পেরিয়ে তাবু এখন ৫২-তে। বলিউডের লাস্যময়ী অভিনেত্রীর ৫২তম জন্মদিন আজ শুক্রবার (৪ নভেম্বর)। তাবুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের কাজের সঙ্গীরা। শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা, শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগী ও শুভাকাক্সক্ষীরা। ১৯৭০ সালের ৪ নভেম্বর তাবুর জন্ম। বাবার নাম জামাল হাশমি ও মায়ের নাম রিজওয়ানা হাশমি। তাবুর আসল নাম তাবাসসুম ফাতিমা হাশমী। তবে বলিউডে তিনি তাবু নামেই পরিচিত। হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তেলুগু, তামিল ও বাংলা চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৮০ সালে শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রাখেন তাবু। এরপর সুপারস্টার দেব আনন্দের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৯৪ সালে ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে প্রথম নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতায় তিনি মন জয় করেছেন সমালোচক থেকে দর্শক, সকলের। অভিনেত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান তাঁদের দুজনের বেশ কয়েকটি পুরনো ছবি শেয়ার করেছেন। জন্মদিনে তাবুর অভিনয় প্রতিভার প্রশংসা করেছেন ফারহা। ছবিগুলো শেয়ার করে ফারহা খান লিখেছেন, ‘আমার জান, আমার গত ৩০ বছরের সবচেয়ে প্রতিভাবান বন্ধু। শুভ জন্মদিন। ’ এরপর তিনি তাবুকে মেনশন করে আরো লেখেন, ‘তাবু, তুমি যদি একটি মৃতদেহের চরিত্রে অভিনয় করতে তবু তুমি সবার চেয়ে ভালো অভিনয় করতে। তোমাকে ভালোবাসি। ’ ফারহার পোস্টে মন্তব্য করে তাবুকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা। তিনি লিখেছেন, ‘সুন্দরতম সৃষ্টি তাবু, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। ’ একজন ভক্ত তাবুকে শুভ কামনা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন তাবু। যত বছর যাচ্ছে, আপনি আরো দুর্দান্ত হয়ে উঠছেন। ’ অপর একজন লিখেছেন, ‘প্রতিটি ছবি দারুণ এবং চমৎকার পোজ হয়েছে। ’ এ ছাড়াও তাবুকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি, পত্রলেখা, রাজকুমার রাওসহ নামিদামি তারকা সহকর্মীরা। তাবুকে সর্বশেষ দেখা গিয়েছিল এ বছরের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া-২’তে। সিনেমাটিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাবুর সঙ্গে আরো অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। তাবুকে সামনে ‘দৃশ্যম-২’তে দেখা যাবে। অজয় দেবগনের বিপরীতে অভিনয় করছেন তিনি। এর আগে সিনেমাটির প্রথম পর্ব ‘দৃশ্যম’ বক্স অফিসে সফল ছিল। এটি মালায়লাম ‘দৃশ্যম’ সিনেমার অফিশিয়াল রিমেক। সূত্র : হিন্দুস্তান টাইমস