সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন।
সিরিয়া টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আল-শারার সঙ্গে এই সফরে চারজন মন্ত্রীও রয়েছেন। এই সফরের সময় সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হতে পারে, যার মধ্যে ওয়াশিংটনে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু করার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।
২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এদিকে, সিবিএস নিউজের সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার জেনিফার জ্যাকবস জানিয়েছেন, অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্টের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এক সময় আল-কায়েদার সাবেক নেতা শারার উপর যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল। তবে চলতি বছরের মে মাসে রিয়াদে ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠককে কূটনৈতিকভাবে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং দামেস্কে একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনের প্রতি সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি