July 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 2nd, 2025, 8:23 pm

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

৫ আগস্টকে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই তারিখে সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

একইসঙ্গে গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‌“জুলাই শহিদ দিবস” ঘোষণা করে পরিপত্র জারি করেছে সরকার। বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের “ক” শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

“জুলাই শহিদ দিবস” ঘোষণার পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখ “জুলাই শহিদ দিবস” হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের “খ” শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।