January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 12th, 2023, 8:10 pm

৫ ছক্কা হাঁকানো রিঙ্কুকে কেন নিষিদ্ধ করেছিল বিসিসিআই?

অনলাইন ডেস্ক :

আইপিএলে ৫ ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিংকে নিয়ে যেন আলোচনা থামছেই না। গত ২-৩ দিনে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা তথ্য উঠে এসেছে গণমাধ্যমে। তার জীবন সংগ্রাম সম্পর্কে সবাই এখন কম-বেশি জানে। তবে খুব কম মানুষই জানে যে, তাকে কেন নিষিদ্ধ করেছিল বিসিসিআই। ২০১৯ সালের ঘটনা। বিসিসিআইয়ের অনুমতি ছাড়াই আবুধাবি ক্রিকেটের রমজান টি-টোয়েন্টি কাপে অংশ নিয়েছিলেন রিঙ্কু। পরবর্তীতে বিষয়টি জানতে পারে বিসিসিআই। বোর্ডকে না জানিয়ে তার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিসিসিআই রিঙ্কুর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন রিঙ্কু এবং ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি করবেন না বলে প্রতিজ্ঞা করেন। তারপর রিঙ্কু কঠোর পরিশ্রম করেছেন এবং আইপিএলে খেলছেন। উত্তরপ্রদেশের আলিগড়ে জন্ম বাঁ-হাতি ব্যাটার রিঙ্কুর। অফ ব্রেক বলও করতে পারেন। কিন্তু ছোটবেলায় খেলার সরঞ্জাম পাওয়া তো দূর, দুবেলা ভাতও ঠিকমতো জুটত না রিঙ্কুর। যে পরিবার থেকে তিনি উঠে এসেছেন, সেখানে রীতিমতো যুদ্ধ করে ক্রিকেট খেলতে হয়েছে তাঁকে। কৃষক পরিবারের ছেলে রিঙ্কু। বাবা খানচাঁদ সিং গ্যাসের সিলিন্ডার বিলি করতেন। ছোট ছোট দুটি কক্ষের ঘরে চার ভাই-বোন ও মা-বাবাকে নিয়ে থাকত রিঙ্কু। পরিবারের আর্থিক অনটন দূর করতে রিঙ্কুর দাদাভাই রিঙ্কুকে ঝাড়ুদারের কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এতেও তাঁর ২২ গজে খেলার স্বপ্নকে ধামাচাপা দেওয়া যায়নি। কেক কেটে, শ্যাম্পেনের বোতল খুলেই হয়েছে রিঙ্কুর স্বপ্নের ইনিংসের সেলিব্রেশন। তার অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ শাহরুখ, সুহানা, আরিয়ানরাও। ২০১৭ সালের আইপিএল ভাগ্য খুলে দেয় রিঙ্কুর। সে বার ১০ লাখ রুপিতে রিঙ্কুকে কিনেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে সেই টুর্নামেন্টে খেলার সুযোগই পাননি রিঙ্কু। ২০১৮ সালে ৮০ লাখ রুপিতে রিঙ্কুকে নেয় কেকেআর। তারপর থেকে কলকাতার দলেই রয়েছেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। তবে এর আগে কেকেআরেও খেলার খুব বেশি সুযোগ পাননি তিনি। সেই রিঙ্কুই ৫ ছক্কা মেরে রাতারাতি দলের ‘নায়ক’ হয়ে উঠলেন।