জয়পুরহাট প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ ডা: আবুল কাশেম মাঠে বিশাল বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ ও জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, শহর আমীর (ভারপ্রাপ্ত) মাও: সাইদুর রহমান, শহর নায়েবে আমীর আব্দুর রহিম, পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জনগণের মাঝে দ্রæত জারি করতে হবে এবং আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা মেনে নিয়ে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

আরও পড়ুন
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নি সংযোগের প্রতিবাদে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন
হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ
কুলাউড়ায় সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ