December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 11th, 2024, 4:32 pm

৫ দফা দাবিতে সচিবালয়ের ফটকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
পাঁচ দফা দাবিতে সচিবালয়ের ফটকে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ সোমবার বেলা ২টার দিকে তাঁরা রাজধানীতে সচিবালয়ের ফটকে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে সচিবালয়ের সবগুলো ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাহীন বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের ফটকে অবস্থান করছে।

এর আগে আজ বেলা সাড়ে ১১ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। পরে তাঁরা সেখান থেকে সচিবালয়ের ফটকের সামনে যান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তাদের হাতে এই দায়িত্ব দিতে হবে। ২. শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হয়েছে। ৩. অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে। ৪. সম্প্রতি ইউজিসির ঘোষণা করা পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। ৫. বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে।