রংপুর ব্যুরো:
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নবেম্বরে গণভোট এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারীর মধ্যে অবাধ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীত কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে গতকাল শনিবার দুপুরে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই জাতীয় সনদের ভিত্তি দিতে নবেম্বরে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারীর মধ্যে অবাধ, সুষ্ঠু ভাবে গ্রহনযোগ্য সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিষ্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দূর্নীর্তির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ দফা দাবীতে আয়োজিত সমাবেশে বক্তাগন বলেন, নবেম্বরে গণভোট সহ নির্বাচনের আগেই বিগত ফ্যাসিষ্ট সরকারের জুলুম, নির্যাতন, গনহত্যা ও দূর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও রংপুর-৩ সদর নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
জামায়াতে ইসলামর রংপুর মহানগর সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, জামায়াতে ইসলামর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনী এলাকার জামায়াত মনোনিত এমপি র্প্রাথী রায়হান সিরাজী এসময় বক্তব্য রাখেন
সমাবেশে জামায়াতে ইসলামর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী আল আমীন হাসান, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, শ্রমিক কল্যান ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, কোতয়ালী থানা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, পেশাজীবি সাংগঠনিক থানা-২ এর আমীর অধ্যাপক গোলাম মোস্তফা, পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, মাহিগঞ্জ থানা আমীর মোহাম্মদ মোহসিন অলী, হাজীরহাট থানা আমীর বেলাল হোসেন, তাজহাট থানা আমীর এডভোকেট রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মাজাহারুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা শাহজাহান সিরাজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন
গত ১৬ বছরে শাসক গোষ্ঠীর বাইরে কেউ চাকরি পায়নি আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি নাটোরে যুবদলের কেন্দ্রীয় নেতা নয়ন
জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা
রাজনগরে মাদক কারবারীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, বসতবাড়িতে আগুন