ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ পাঁচদিন পর বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।সোমবার বিকাল ৪টার দিকে দিনাজপুর সীমান্তের ৩১৪/৪ নম্বর পিলারের কাছে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৯ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তারা লাশ হস্তান্তর করতে সম্মত হন।
বিএসএফ’র গুলিতে নিহত কিশোর মিনহাজুল ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গত শনিবার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মিনার নিহত হওয়া সহ আরও একজন আহত হন বলে জানায় কর্তৃপক্ষ।
খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়রা হরিপুর তেলিপাড়া এলাকায় ওইদিন সকালে গুলিবিদ্ধ একটি লাশ দেখতে পেয়েছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২