ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি তরুণের লাশ পাঁচদিন পর বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।সোমবার বিকাল ৪টার দিকে দিনাজপুর সীমান্তের ৩১৪/৪ নম্বর পিলারের কাছে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২৯ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠকের পর তারা লাশ হস্তান্তর করতে সম্মত হন।
বিএসএফ’র গুলিতে নিহত কিশোর মিনহাজুল ইসলাম মিনার (১৭) দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
গত শনিবার ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মিনার নিহত হওয়া সহ আরও একজন আহত হন বলে জানায় কর্তৃপক্ষ।
খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়রা হরিপুর তেলিপাড়া এলাকায় ওইদিন সকালে গুলিবিদ্ধ একটি লাশ দেখতে পেয়েছিল।
—-ইউএনবি
আরও পড়ুন
কার কাছে বিচার দেবো, জানি না: শবনম ফারিয়া
ইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: এডভোকেট আহমেদ আযম খান
জিআই পণ্য টাঙ্গাইল মধুপুরের আনারসের বাম্পার ফলন: ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা