January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 7:47 pm

৫ বছর পর একসঙ্গে বান্নাহ-সাফা-সাজ্জাদ ত্রয়ী

অনলাইন ডেস্ক :

তরুণ নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ্। নির্মাণ ক্যারিয়ারে অনেক আলোচিত নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন। ২০১৭ সালে ইরফান সাজ্জাদ ও সাফা কবীরকে নিয়ে বান্নাহ্ নির্মাণ করেন ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’ শিরোনামে টেলিফিল্ম। তারপর কেটে গেছে দীর্ঘ প্রায় ৫ বছর। কিন্তু নতুন কোনো কাজে তাদের একসঙ্গে দেখা যায়নি। বিরতি ভেঙে ফিরলেন তারা তিনজন। ঈদুল ফিতর উপলক্ষে মাবরুর রশীদ বান্নাহ্ নির্মাণ করছেন একক নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাফা ও ইরফান। আশাবাদ ব্যক্ত করে মাবরুর রশীদ বান্নাহ্ বলেন ‘সাফা কবীর ও ইরফান সাজ্জাদকে নিয়ে এর আগেও কাজ করেছি। এ জুটিকে নিয়ে কাজ করতে বরাবরই ভালো লাগে। ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার পরিকল্পনা থেকে এ কাজটি করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’ দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ইরফান সাজ্জাদ। তার ভাষায়Ñ‘সর্বশেষ ২০১৭ সালে আমরা তিনজন একসঙ্গে কাজ করেছিলাম। দীর্ঘ দিন পর আবারো একত্রে কাজ করেছি। কাজটি আমার জন্য খুবেই আবেগঘন ছিল।’ নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।