ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা দীর্ঘ ৫ বছর পর নিজ দেশে ফিরেছেন।
১৯৯০-এর দশকে জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং অভিনয় থেকে সরে দাঁড়ান। গত ২৫ বছর ধরে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।
তবে দেশের টানে প্রায়ই বাংলাদেশে আসেন তিনি। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন শাবানা। সে সময় সুযোগ পেলে আবারও চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পাশাপাশি তার স্বামী, সরকারি কর্মকর্তা ও প্রযোজক ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন—অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনায়ও ফিরতে পারেন তারা।
শাবানা ও ওয়াহিদ সাদিক ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন এস এস প্রোডাকশন। তাদের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’র মতো দর্শকনন্দিত ও ব্যবসাসফল সিনেমা।
তবে এবারের দেশে ফেরাটা অনেকটা নীরবেই করেছেন তিন দশকের ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী। সংবাদমাধ্যমের আড়ালেই সময় কাটাচ্ছেন তিনি।
নায়িকা শাবানার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আপাতত সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই শাবানার। তিনি দেশে এসেছেন নিয়মিত সফর হিসেবে। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করাই মূল উদ্দেশ্য।
এনএনবাংলা/
আরও পড়ুন
ডাকসু নির্বাচনে আট কেন্দ্রের ৮১০ বুথে ভোট দেবেন শিক্ষার্থীরা
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: সেনাবাহিনী