December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 28th, 2021, 7:28 pm

৫ মামলায় খালেদা জিয়ার জামিন বাড়লো এক বছর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৃথক পাঁচটি মামলায় জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট।

খালেদা জিয়ার পক্ষ থেকে করা আবেদনের শুনানি নিয়ে মানহানির অভিযোগে ঢাকার তিনটি ও নড়াইলের একটি মামলায় তার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়ে আদেশ দেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

এছাড়া কুমিল্লায় করা হত্যা মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ সোমাবার দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান মামুন। এর আগে বিভিন্ন সময় এই পাঁচ মামলায় খালেদা জিয়া আদালত থেকে জামিন পান।