April 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 27th, 2025, 1:04 pm

৫ লাখ শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা বাড়ল দ্বিগুণ

ছবি : 

অনলাইন ডেস্ক

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতায় বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে তারা বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। নতুন এ সিদ্ধান্ত আসন্ন ঈদুল আজহা থেকেই কার্যকর হবে।

জানা গেছে, এত দিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে একই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্ত কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ ভাতা পেয়ে আসছিলেন।

সম্প্রতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্র জানায়, উৎসব ভাতা বাড়ানোর কারণে প্রতিটি ঈদ উপলক্ষে সরকারকে অতিরিক্ত প্রায় ২২৯ কোটি টাকা ব্যয় করতে হবে। সারা দেশে পাঁচ লাখের মতো শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত আছেন, যারা মূল বেতন ছাড়াও সরকারের কাছ থেকে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে দায়িত্ব ছাড়ার দিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য একগুচ্ছ সুবিধা বাড়ানোর ঘোষণা দেন। সে সময় তিনি উৎসব ভাতা ছাড়াও বাড়িভাড়া, চিকিৎসা ও বিনোদন ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তার ঘোষণার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহা থেকেই এসব সুবিধা কার্যকর হচ্ছে।