অনলাইন ডেস্ক :
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও অভিনয় করেন তিনি। সম্প্রতি চার বছরের পুরোনো একটি মাদক মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রাকুলকে ডেকেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার হায়দরাবাদে এই সংস্থার জোনাল অফিসে উপস্থিত হলে তাকে ৬ ঘণ্টা জেরা করা হয়। এই সময় তাকে ৩০টির মতো প্রশ্ন করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। জানা গেছে, ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ রুপির মাদক আটক করে পুলিশ। এই মামলায় হায়দরাবাদের এক্সাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। এর একটি মামলায় মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত শুরু করে ইডি। চার বছরের এই পুরোনো মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রাকুল প্রীত সিং ছাড়াও অভিনেতা রানা দগ্গুবাতি, রবি তেজা, নির্মাতা পুরী জগন্নাথ, চার্মি কৌর, মুমাইথ খানের মতো তারকাদের তলব করা হয়েছে। গত ৩১ আগস্ট ইডির কর্মকর্তাদের মুখোমুখি হন পুরী জগন্নাথ। রানা দগ্গুবাতিকে ৮ সেপ্টেম্বর ও রবি তেজাকে ৯ সেপ্টেম্বর ইডির দপ্তরে তলব করা হয়েছে। জানা গেছে, মামলার তদন্তে সাক্ষী হিসেবে এই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাকুল প্রীত সিং অভিনীত পরবর্তী সিনেমা ‘কোনডাপোলাম’। এতে বৈষ্ণব তেজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম