December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 21st, 2024, 6:04 pm

৬ ঘণ্টা পর মহাখালীর সড়ক ও রেললাইন ছাড়লেন রিকশাচালকেরা

নিজস্ব প্রতিবেদক:

ছয় ঘণ্টা অবরোধের পর ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা মহাখালী রেললাইন ও পাশের সড়ক থেকে সরে গেছেন। ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার প্রতিবাদ ও সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে কয়েক শ চালক আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত অর্থাৎ ৬ ঘণ্টা ধরে মহাখালী রেলক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

যোগাযোগ করা হলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বিকেলে বলেন, সেনাবাহিনী ও পুলিশ বুঝিয়ে বেলা সোয়া ৩টার দিকে ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিয়েছে।

এর আগে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কমলাপুর থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে ছেড়ে যায়নি এবং ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন ঢাকার কমলাপুরে পৌঁছায়নি।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা অবরোধ শুরু করেন। তাঁরা মহাখালী, আগারগাঁও, বছিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। অবরোধের এক পর্যায়ে দুপুরের দিকে মহাখালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় চালকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়।
মহাখালী রেললাইনের পাশপাশিসংলগ্ন সড়ক অবরোধ করায় ঢাকার বাইরে ছেড়ে যাওয়া এবং বাইরে থেকে ঢাকায় আসা দূরপাল্পার বাসগুলো দীর্ঘ যানজটে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। এই অবরোধের প্রভাবে রাজধানীর গুলশান, খিলগাঁও, বাড্ডা ও মেরাদিয়া যেতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। ব্যাটারিচালিত রিকশাচালকেরা মহাখালী থেকে সরে যাওয়ায় বেলা সোয়া ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বেলা ২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাটারিচালিত রিকশাচালকেরা বিক্ষোভ করেন। সকাল নয়টা থেকে আগারগাঁও ক্রসিংয়ে চলতে থাকা অবরোধ বেলা একটা পর্যন্ত চলে। এই অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে গাবতলীতে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকাশাচালকেরা। দুপুরে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, চালকেরা সকালে মিরপুর ১০ নম্বরে জড়ো হয়েছিলেন। সেখানে ৫–৭ মিনিট অবস্থানের পর মিরপুর ১০ নম্বর ও ১ নম্বরে খণ্ড খণ্ড মিছিল করেন।

হাইকোর্ট গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।