অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত সিলেটের লেডি বাইকার রিয়াকে মাদক মামলায় ৬ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশের দেয়া তথ্যমতে ও মামলার এজাহার অনুযায়ী পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় লেডি বাইকার রিয়া।পালিয়ে যাওয়ার পর এতোদিনেও গ্রেফতার না হওয়াতে আবারো সিলেট মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
রিয়া রায় সিলেট নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে।সিলেটে তিনি লেডি বাইকার নামে পরিচিত।টিকটক ও ফেসবুকে প্রায়ই ভিডিওবার্তা দিয়ে তরুণী-যুবতীদের মোটরসাইকেল চালাতে উদ্ধুদ্ধ করতেন তিনি ।
গত সোমবার (৮ নভেম্বর) সিলেট এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে মাদক মামলায় রিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান সামীকে আসামি করেন। এ ঘটনায় ৭ নভেম্বর রাতে পুলিশ হাতেনাতে আরমান সামীকে মদ,১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ গ্রেফতার করে ।
এসময় তার ব্যবহৃত নীল রঙের গাড়িও (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) জব্দ করা হয়।উক্ত ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান রিয়া রায়।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির বলেন,আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।তাকে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।যেকোন সময় সে পুলিশের খাঁচায় বন্দী হবে।
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
অগ্নিকান্ডে মিঠাপুকুরের নয়ন একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা পরিবার