January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 11th, 2022, 7:51 pm

৬ দিনের ব্যবধানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

অনলাইন ডেস্ক :

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবির ছয় দিনের মাথায় আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, গত মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২৭ মিনিটে ওই ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে তারা। জাপানের কোস্ট গার্ডও ওই উৎক্ষেপণের কথা জানিয়ে বলেছে উত্তর কোরিয়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মতো বস্তু ছুড়েছে। ছয়টি দেশ উত্তর কোরিয়াকে উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়ার কয়েক দিনের মধ্যে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলো। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, ‘আমাদের সেনাবাহিনী উত্তর কোরিয়ার ছোঁড়া সন্দেহভাজন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এটি ভূমি থেকে পূর্ব সাগরে ছোঁড়া হয়েছে।’ তিনি জানান দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্র বিস্তারিত বিশ্লেষণ প্রক্রিয়া চালাচ্ছে। সাম্প্রতিক এই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতিশ্রুতির প্রতিফলন। ডিসেম্বরে এক জরুরি বৈঠকে তিনি ২০২২ সালের প্রতিরক্ষা অগ্রাধিকার চূড়ান্ত করেন। ওই অগ্রাধিকারের অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। সোমবার জাতিসংঘের মার্কিন দূতাবাস, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য এবং আলবেনিয়া এক যৌথ বিবৃতিতে গত সপ্তাহে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ‘এসব কার্যক্রম ভুল হিসাব এবং উত্তেজনা বাড়ার ঝুঁকি বৃদ্ধি করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর মারাত্মক হুমকি তৈরি করে।’ করোনাভাইরাস জনিত বিধিনিষেধের কারণে অর্থনীতি মারাত্মক আক্রান্ত হওয়ায় উত্তর কোরিয়ায় খাদ্য সংকট তীব্র হয়ে উঠেছে। এরইমধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়লো দেশটি। ক্ষমতাসীন দলের বার্ষিক বৈঠকে কিম জং উন বলেন, তার দেশ জীবন ও মৃত্যুর সংগ্রামে রয়েছে। তিনি আরও বলেন, এই বছরের লক্ষ্যের মধ্যে রয়েছে উন্নয়ন বৃদ্ধি এবং মানুষের জীবনমানের উন্নয়ন।