January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:41 pm

৬ বছরের চুক্তিতে রিয়ালে যোগ দিলেন বেলিংহ্যাম

অনলাইন ডেস্ক :

বিভিন্ন গণমাধ্যমে সবকিছু ‘একরকম নিশ্চিতই’ বলা হয়েছিল। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও। বরুশিয়া ডর্টমুন্ড থেকে জুড বেলিংহ্যামকে দলে টানল রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে ইংলিশ মিডফিল্ডারকে দলে ভেড়ানোর কথা বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি। বেলিংহ্যামকে বৃহস্পতিবার নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে রিয়াল। ১৯ বছর বয়সী বেলিংহ্যামের ট্রান্সফার ফি নিয়ে কোনো কিছু জানায়নি রিয়াল ও ডর্টমুন্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ট্রান্সফার ফির অঙ্কটা হতে পারে আট কোটি ৬০ লাখ পাউন্ড। মাঝমাঠের শক্তি বাড়াতে অনেক দিন ধরেই বেলিংহ্যামকে দলে টানার চেষ্টা চালাচ্ছিল রিয়াল। গনমাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও নাকি দারুণ সম্ভাবনাময় এই খেলোয়াড়কে পেতে আগ্রহী ছিল। তবে বেলিংহ্যামের ইচ্ছে ছিল রিয়ালের হয়ে খেলা।

২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে আড়াই কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ডর্টমুন্ডে যোগ দেন বেলিংহ্যাম। তাতে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ১৭ বছর বয়সী খেলোয়াড় হয়ে যান তিনি। বার্মিংহামের যুব দলে বেড়ে ওঠার পর ২০১৯ সালে মূল দলে অভিষেক হয় বেলিংহ্যামের। সেখানে এক মৌসুম খেলেই তিনি পাড়ি জমান ডর্টমুন্ডে। ওই এক মৌসুমে ক্লাব কর্তাদের মন জয় করেছিলেন তিনি। ফলে, তার ২২ নম্বর জার্সিটি অবসরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি, যদিও ওই সিদ্ধান্ত সমালোচনার মুখেও পড়েছিল। ক্যারিয়ারের শুরুর ওই চমক জাগানো পারফরম্যান্স জার্মান ফুটবলেও দেখান বেলিংহ্যাম। ফলে মাত্র ১৯ বছর বয়সেই ডর্টমুন্ডের নেতৃত্ব পেয়ে নতুন ইতিহাসের জন্ম দেন তিনি।

২০২২-২৩ মৌসুমে বুন্ডেসলিগার ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচ খেলেন বেলিংহ্যাম। গোল করেন ১৪টি, সঙ্গে অ্যাসিস্ট সাতটি। সব মিলিয়ে ক্লাবটির হয়ে ১৩২ ম্যাচে ২৪ গোল করেন তিনি। অবদান রাখেন ২৫টিতে। এবার রিয়ালের হয়ে মাঠ মাতানোর চ্যালেঞ্জ বেলিংহ্যামের সামনে। আন্তর্জাতিক ফুটবলেও নিজেকে জানান দিয়েছেন বেলিংহ্যাম। ২০২০ সালের নভেম্বরে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেকের পর এরইমধ্যে খেলেছেন ২৪টি ম্যাচ। কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠা ইংল্যান্ডের সেরা পারফর্মারদের একজন ছিলেন তিনি।