অনলাইন ডেস্ক :
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে গত শনিবার একটি অগভীর ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। স্থানীয় সময় রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৩ মিনিটে কম্পনটি ৯.৯ কিলোমিটার গভীরে আঘাত হানে। ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিএমকেজি) সুনামির তাৎক্ষণিক কোনো খবর দেয়নি। তবে সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক করেছে। তারা প্রাথমিকভাবে ৬.৩ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে।
মধ্য সুলাওয়েসির মালেই গ্রামের ৪১ বছর বয়সী গৃহবধূ কামারিয়াহ বলেন, ‘আমি গভীর ঘুমে ছিলাম (যখন ভূমিকম্প হয়েছিল)। আমি সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে উঠে যাই। ঝাঁকুনির মতো মনে হচ্ছিল, যেন ভাত ছেঁকে নেওয়া হচ্ছে। এটি ওপরে উঠে নিচে নেমে গেছে। এটি সত্যিই শক্তিশালী ছিল। কারণ আমি কেন্দ্রের কাছাকাছি থাকতাম। কম্পন প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী ছিল। ভিডিওতে দেখা গেছে, মধ্য সুলাওয়েসির লাম্বোঙ্গা গ্রামের আতঙ্কিত লোকেরা আফটারশকের ভয়ে নিরাপত্তার জন্য বাড়ির বাইরে দলে দলে জড়ো হচ্ছিল।
নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জের দেশটির জাভা দ্বীপে একটি ৫.৬ মাত্রার ভভূমিকম্প আঘাত হানলে ৬০২ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের শিকার অধিকাংশই ভবন ধসে বা কম্পনের ফলে সৃষ্ট ভূমিধসে নিহত হয়। এপ্রিল মাসে দেশটির সুমাত্রা দ্বীপে একটি ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সূত্র : এএফপি
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছেই, একদিনে নিহত ৫৮