অনলাইন ডেস্ক :
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের ভবন ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সতর্ক করে বলেন যুদ্ধ অব্যাহত থাকলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে। বিশ্ব ব্যাংকের এক সম্মেলনে ম্যালপাস বলেন ইউক্রেনের আর্থিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, প্রাথমিক হিসেবে পাওয়া অবকাঠামো ক্ষতির এই হিসেবের মধ্যে যুদ্ধের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি অন্তর্ভুক্ত হয়নি। তিনি বলেন, ‘অবশ্যই যুদ্ধ এখনও চলছে, সেকারণে মূল্যও বাড়ছে।’ ওই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বেশি পরিমাণ ক্ষতি এবং আর্থিক প্রয়োজনের কথা উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের ক্ষতি কাটিয়ে উঠতে ইউক্রেনের প্রতি মাসে সাতশ’ কোটি ডলার প্রয়োজন। তিনি আরও বলেন, ‘সবকিছু পুনরায় তৈরি করতে পরে আমাদের আরও হাজার হাজার কোটি ডলারের প্রয়োজন পড়বে।’ জেলেনস্কি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাশিয়াকে অবিলম্বে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বাদ দেওয়া। এ ছাড়া সব দেশেরই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: রয়টার্স
আরও পড়ুন
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস