নিজস্ব প্রতিবেদক
চাকরি স্থায়ী করার দাবিতে আজ শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবরোধ চলছিল।
অবরোধ চলাকালে শাহবাগ ও এর আশপাশের রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহন ও অ্যাম্বুল্যুান্সগুলো ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে।
সায়েন্স ল্যাব থেকে শাহবাগে আসার রাস্তা ও বাংলামোটর থেকে শাহবাগে আসার রাস্তা যানজটে স্থবির হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্যে যেতে দুর্ভোগে পড়ছে অনেকেই।
বিএসএমএমইউ হাসপাতালে রোগী নিয়ে আসা মিরপুরের বাসিন্দা ফজল মিয়া বলেন, ‘এভাবে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করে দাবি আদায়ের আন্দোলন করা ঠিক হয়নি।
তারা অন্যভাবে তাদের দাবি জানাতে পারত। শাহবাগ অবরোধের মাধ্যমে তারা পুরো রাজধানীকেই অচল করে দিয়েছে।’
এক নারী বলেন, অবরোধের কারণে দীর্ঘপথ ঘুরে বাসায় ফিরতে হচ্ছে। কয়েক দিন পর পর এভাবে মানুষকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে।
কেউ যেন জনসাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ না করে সে বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।
জানা যায়, অবরোধের ৬ ঘণ্টার মাথায় বিকেল ৪টার দিকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ছয়জনের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে গেছেন। কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, আলোচনার জন্য যমুনা থেকে তাদের ডাকা হয়েছে। দাবি মেনে নেওয়া হলে তারা সরে যাবেন। আর দাবি না মানা হলে শাহবাগেই অবস্থান করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেছেন, ‘প্রতিনিধিদল যমুনায় আলোচনা শেষে ফিরলে পুলিশ পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
আরও পড়ুন
নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে, সতর্ক করল বিএনপি
জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক
ইমামের পাশে উপদেষ্টা আসিফের নামাজ আদায়, জানা গেল কারণ