বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, সময় ও পরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা কাজ করবেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্লাটুনগুলো কাজ করবে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচনে সহিংসতা ও নাশকতা রোধ করতে পারে, সেজন্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি