August 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 25th, 2025, 7:47 pm

৭ দফা দাবিতে রংপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্মারকলিপি প্রদান

???????

রংপুর ব্যুরো: ঃ

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল লসোমবার  সকালে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হয়।বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আফজালুল হক ও সদস্য সচিব আবু তালেব মো. খায়রুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের অনুপুস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল কুমার সরকারের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক মো. আফজালুল হক ও সদস্য সচিব আবু তাহের মো. খায়রুল বাশার, আইডিইবি কেন্দ্রীয় কমিটির রংপুর অঞ্চলের যুগ্ন আহবায়ক মো: আব্দুস সাত্তার শাহ, রংপুর আইডিইবির সাবেক সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি শফিউজ্জামান সরকার, উপদেষ্টা কামরুল হুদা, সাধারণ সম্পাদক খশরু সরকার ও যুগ্ন সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।স্মারকলিপি ও বিক্ষোভ কর্মসূচি হতে ৭ দফা দাবি উত্থাপিত তা হলো-*১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা। * উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৫০% এ উন্নীত করা। * যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন। * পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিগুলোতে ১:১২ অনুপাতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ। * ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন করে গবেষণা ও মানোন্নয়ন নিশ্চিতকরণ। * মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইনগতভাবে নিষিদ্ধ করা। *আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে জনবল কাঠামো প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে।এ সময় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতারা বলেন, সরকারের গঠনমূলক উদ্যোগের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে। তা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ