January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 15th, 2022, 8:22 pm

৭ বছর পর পুরানো ক্লাবে মারুফুল হক

অনলাইন ডেস্ক :

সাত বছর আগে শেখ জামালে যোগ দিয়ে সাফল্য পেয়েছিলেন দেশসেরা অন্যতম কোচ মারুফুল হক। সেবার ভুটানে কিংস কাপ ও ফেডারেশন কাপের ট্রফি জয় ছাড়াও প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সাফল্য পেয়েছিলেন। একপর্যায়ে অবশ্য ক্লাব ছাড়তে হয়েছিল। উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া কোচের আবারও সেই পুরানো ক্লাবে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। আসছে নতুন ফুটবল মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডাগআউটে দেখা যাবে মারুফুল হককে। দু’পক্ষের মধ্যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। আগামী সেপ্টেম্বরে হতে যাচ্ছে আনুষ্ঠানিক চুক্তি। তার আগে অবশ্য কোনও পক্ষই চুক্তি নিয়ে সেভাবে কথা বলতে নারাজ। শেখ জামালের ঘনিষ্ঠ সূত্র বলছে, মারুফুল হকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। এখন শুধু কাগজ-কলমে আনুষ্ঠানিকতা বাকি। অন্যদিকে মারুফুল হকবলেছেন, ‘আমাদের মধ্যে কথা চলছে। এখনও ফাইনাল কিছু হয়নি। চুক্তি না হওয়া পর্যন্ত তো কিছু বলা যাবে না।’ মূলত নতুন মৌসুমে সাইফ স্পোর্টিংয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আকস্মিকভাবে প্রিমিয়ার ফুটবল লিগে না খেলার ঘোষণা দিয়েছে তারা। তাই স্বাভাবিকভাবেই মারুফুল হক নতুন ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করছেন।