অনলাইন ডেস্ক :
জিমে গিয়ে নুসরাত ফারিয়ার মতো নিয়মিত শরীরের যতœ নেওয়ার নজির দেশের অন্য কোনও নায়িকার বেলায় লক্ষণীয় নয়। ফলে তার সোশ্যাল হ্যান্ডেলে শরীরচর্চা কেন্দ্রের ছবি-ভিডিও দেখা নেটিজেনদের জন্য নতুন কিছু নয়। কিন্তু যখন দেখা যায় তার সঙ্গে রয়েছেন প্রভাবশালী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও- তখন ভালোই খটকা লাগার কথা। কারণ, প্রথমত তারা একসঙ্গে জিম করার কথা নয়। দ্বিতীয়ত মোস্তফা সরয়ার ফারুকীর শরীরচর্চা কেন্দ্রে যাওয়ার রেকর্ড নেই, গেলেও সেটি প্রকাশের কথা নয়! জল্পনা না করে সরাসরি প্রশ্ন ছিলো নুসরাত ফারিয়ার কাছে। তিনি ভনিতা না করেসরাসরি বললেন, ‘আমি তো জিমে রোজ আসি। এটা আমার বাসা-বাড়ির মতো। তবে আজকে এসেছি একেবারে দলবল নিয়ে। শুটিংয়ের ফাঁকে একটু শরীরচর্চাও করছি সকাল থেকে। আর আমার ইনস্ট্রাক্টর হিসেবে আজ আছেন সরয়ার ভাই।’ ঢাকাই নুসরাত জানান, এটি চালডাল অনলাইন শপের টিভিসির কাজ। একসঙ্গে চারটি টিভিসি হচ্ছে তাকে নিয়ে। সবগুলোই নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সকাল থেকে টানা শুটিং চলবে বেশ ক’দিন। কিন্তু চালডাল বা অনলাইন মুদি দোকানের সঙ্গে শরীরচর্চার কী সম্পর্ক? জবাবে নুসরাত বললেন, ‘সম্পর্ক আছে। কারণ সংসার, শুটিং আর শরীরচর্চা নিয়ে যতোই ব্যস্ত থাকি না কেন, বাজার চলে আসবে ঘরে- এক ক্লিকেই! এটাই হলো এই বিজ্ঞাপনের থিম।’ জানা গেছে, টানা ৭ বছর পর মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে কাজ করছেন নুসরাত ফারিয়া। তাদের প্রথম কাজ ছিলো বাংলা লিংকের একটি বিজ্ঞাপন। এই নির্মাতার ইউনিটে ফিরে বেশ উচ্ছ্বসিত ফারিয়া। বললেন, ‘হি ইজ সো অ্যানার্জেটিক, চার্ম অব দ্য সেট। খুব মজা করে আমরা শুটিং করছি রাজধানীর একটি শরীরচর্চা কেন্দ্রে।’ নুসরাত ফারিয়া সম্প্রতি আলোচনায় আসেন গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুনিন’-এ যুক্ত হয়ে এবং ছেড়ে দিয়ে। কারণ, যুক্তরাজ্যে তার আরেকটি সিনেমার সিডিউল দেওয়া আছে একই সময়ের জন্য। ছবিতে নুসরাতের স্থলাভিষিক্ত হলেন পরীমণি।
আরও পড়ুন
মধুমিতায় সিনেমা প্রদর্শণী বন্ধ
আর্থিক সহায়তা নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র
লুকিয়ে রাখা বাচ্চা পৌঁছে দিলে ২০ হাজার ডলার দিব: তানজিন তিশা