অনলাইন ডেস্ক :
মেয়েদের ৮০০ মিটারের সোনা জিতলেন ম্যারি মোরা। ইংল্যান্ডের কেলি হজকিনসন এবং স্কটল্যান্ডের লরা মুউরকে হারিয়ে উৎসবে মাতেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কেনিয়ার এই দৌড়বিদ। সোনা জিততে তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৭.০৭ সেকেন্ড। নিজের অর্জনে স্বভাবত উচ্ছ্বসিত মোরা,‘আমার পরিকল্পনা ছিল দ্রম্নততম সময়ে দৌড়িয়ে ৫৭ কিংবা ৫৮ সেকেন্ডে শেষ করার। কিন্তু ৩০০ মিটার যাওয়ার পর বুঝতে পারলাম আমি আরো দ্রুত দৌড়াচ্ছি। ১২০ মিটার থাকার সময়ই আমি ১,২,৩,৪ গণনা শুরু করি। আমি যে একটা পদক জিততে যাচ্ছি এটাও ভাবতেও শুরু করি। ’রুপা জয়ী কিলি হজকিনসন সময় নিয়েছেন ১ মিনিট ৫৭.৪০ সেকেন্ড। তাঁকে ঘীরেই ছিল স্থানীয় সমর্থতদের উচ্ছ্বাস। অলিম্পিকের রুপাজয়ী হজকিনসনের নিজের স্বপ্নও ছিল নিজ দেশে সোনা জেতার। ওই স্বপ্ন পূরণ না হওয়ায় আক্ষেপই ঝরলো হজকিনসনের কণ্ঠে,‘আমি ঠিক নিশ্চিত নই ঠিক কি হয়েছিল। দ্রুতই ঘটে গেছে। ইতিবাচকই আছি। তবে আমি সোনা জিততে চেয়েছিলাম। আমার নিজ সমর্থকদের সামনে আমি পডিয়ামের শীর্ষে দাঁড়াতে চেয়েছিলাম। দুর্ভাগ্যবশত আমি আবারো রম্নপা জিতেছি। ’ আর ১ মিনিট ৫৭.৮৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন লরা মুউর। আজ ১৫০০ মিটার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই স্কটিশ অ্যাথলেট।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম