অনলাইন ডেস্ক :
মঙ্গলবার (১১ অক্টোবর) অমিতাভ বচ্চনেরশুভ জন্মদিন। ভারত তথা গোটা ব্রহ্মান্ডের অন্যতম বড় তারকা, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের জন্মদিন আজ। কোটি ভক্তের ভালোবাসার মানুষটি এ বছর ৮০ বছরে পা দিলেন। সত্তরের দশকের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চন তাঁর ভরাট কণ্ঠ এবং অভিনয়-জাদুতে মুগ্ধ করেছিলেন গোটা বিশ্বকে।সেই মুগ্ধতা আজও রয়ে গেছে ভক্তকুলে। আজও তিনি ভক্ত-অনুরাগীদের হৃদয়ের মণিকোঠায় নিজের অবস্থান ধরে রেখেছেন।ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেতা অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তাঁর মা তেজি বচ্চন ফৈসলাবাদের (বর্তমান পাকিস্তান) এক শিখ-পাঞ্জাবী ছিলেন। ১৯৬৯ সালে মাত্র বিশ বছর বয়সে তিনি সিনেজগতে আত্মপ্রকাশ করেন।নিজের প্রথম চলচ্চিত্র সাত হিন্দুস্তানিতে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন অমিতাভ। ১৯৭০-এর প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি।কর্মজীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বারোটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অজ¯্র গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ারের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে।তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘আনন্দ’, ‘পারয়ানা’, ‘রেশমা ঔর শেরা’, ‘বাওয়াটি’, ‘বম্বে টু গোয়া’, ‘জাঞ্জির’, ‘অভিমান’, ‘নেমক-হারাম’, ‘কুঁওয়ারা বাপ’, ‘দোস্ত’, ‘রোটি কাপড়া অর মকান’, ‘মাজবুর’, ‘চুপকে চুপকে’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কাভি কাভি’, ‘অমর আকবর অ্যান্থনী’, ‘কসমে ওয়াদে’, ‘ত্রিশূল’, ‘মুকাদ্দার কা সিকান্দার’, ‘মিস্টার নটবরলাল’, ‘কালা পাত্থার’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’, ‘রাম বলরাম’, ‘লাওয়ারিস’, ‘ডারনা জারুরি হেয়’, ‘কাভি আল বিদা না কেহনা’ ইত্যাদি।বর্তমানে কৌন বানেগা ক্রোরপাতি’ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বিগ বি। এ ছাড়া সম্প্রতি তাঁর ‘গুডবাই’ সিনেমাটিও মুক্তি পেয়েছে।
আরও পড়ুন
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী