March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 20th, 2025, 1:29 pm

৮১ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোহিত-কোহলি-গম্ভীরা

সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারতীয় দলছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক:

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই সাফল্যের পুরস্কার হিসেবে দলকে ৫৮ কোটি রুপি (৮১ কোটি ৬৯ লাখ টাকা) বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্কোয়াডে থাকা খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফ এবং নির্বাচক কমিটির সদস্যরা এই অর্থ পুরস্কার ভাগাভাগি করে নেবেন।

দুবাইয়ে গত ৯ মার্চের ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হয়।

বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে বিসিসিআই আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।’

বিজ্ঞপ্তিতে বিসিসিআই আরও লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস ট্রফিতে) আধিপত্য বিস্তার করেছে। ফাইনালে ওঠার পথে চারটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। দলটি তাদের অভিযান শুরু করে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৬ উইকেটের অনায়াস জয়। (গ্রুপ পর্বের শেষ ম্যাচে) তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে।’

ভারতীয় দলে এখন যেন টাকার বৃষ্টি ঝরছে। চ্যাম্পিয়নস ট্রফি জিতে দলটি পেয়েছিল ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ২২ লাখ টাকার বেশি। এবার বোর্ডের পক্ষ থেকে রোহিত-কোহলি-গম্ভীর-আগারকাররা পাচ্ছেন ৮১ কোটি ৬৯ লাখ টাকা। আর টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১ কোটি ৫১ লাখ টাকা তো পেয়েছেই।

আট দলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। নাজমুল হোসেনের দল সব মিলিয়ে পেয়েছে ৫ কোটি ৭৩ লাখ টাকা।