December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 3rd, 2021, 2:07 pm

৮ জুন থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক :

যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী ৮ জুন থেকে কাউন্টারেও ট্রেনের টিকিট পাওয়া যাবে। মঙ্গলবার (১ জুন) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, আগামী ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় কাউন্টার থেকে ইস্যু করা হবে।