January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:07 pm

৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’

অনলাইন ডেস্ক :

মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’। এবার মুক্তির অপেক্ষায় আছে ছবিটির নতুন কিস্তি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। এতে যথারীতি থর চরিত্রে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। সিনেমাটি ৮ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিশ্বের নানা দেশের সঙ্গে এ ছবিটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও। ঈদ উপলক্ষে সিনেমাটি এদেশের দর্শকদের হলে বসে দেখার সুযোগ করে দেবে জনপ্রিয় এই থিয়েটার প্রতিষ্ঠান। এরইমধ্যে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। আর ছবিতে ‘গর’ রূপে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে। এটি নির্মাণ করেছেন তাইকা ওয়াতিতিক। এরইমধ্যে মহামারি করোনার জন্য অনেক সিনেমাই পিছিয়ে গেছে টাইমলাইন থেকে। আাবার অনেক সিনেমা আয়ের দিক থেকেও পিছিয়েছে মুক্তির পর। তবে করোনা কাটিয়ে এ সিনেমাটি ব্যবসা সফল হবে বলে ধারনা করছেন নির্মাতারা। ‘থর’র প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপরে দুইবছর পর মুক্তি পায় তার সিকুয়েল ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’। পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় ‘থর: র্যাগনারক’। তার পাঁচ বছর পর আসছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।