জেলা প্রতিনিধি:
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্ম এলাকার ৮টি রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে এক মাসে ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার (৩রা নভেম্বর) এপিবিএন এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক জানান, অক্টোবর মাসে হোয়াইক্যং চাকমারকুল উনচিপ্রাং, শামলাপুর লেদা আলিখালি, শালবাগান, জাদিমুরা ও নয়াপাড়াসহ ১৬ এপিবিএন এর অধীন ৮টি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসী ও মাদক চোরাচালানসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৬০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, এসব অভিযানে ২ হাজার ২০৪ পিস ইয়াবা, দেশীয় ৩২ লিটার চোলাই মদ, দেশীয় তৈরি এলজি পাঁচটি, একনলা বন্দুক চারটি, রামদা ও কিরিজ ১৪টি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ৩৪টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কথিত আরসার সক্রিয় আট সদস্য রয়েছে বলে জানান তিনি।
ঘুমন্ত নারীকে গলা কেটে হত্যা, স্বামী আটক: কক্সবাজারের টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাফরকে আটক করেছে এবিপিএন। গত মঙ্গলবার গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের একটি ঘরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মবারজান (৩৪)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা। কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মুবারজানকে তার স্বামী মো. জাফর নিজেই জবাই করে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।
আরও পড়ুন
রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা
রংপুর জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা