নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দুই ভোটের তফসিল ঘোষণার কাজ হবে ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে।
তিনি বলেন, ভোটগ্রহণের সময় বাড়ানো এবং তফসিল ঘোষণার বিষয়ে ইসি আগামী ৭ ডিসেম্বর একটি সভা করবে, যেখানে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এসব তথ্য জানান কমিশনার আনোয়ারুল ইসলাম।
ইসি আরও বলেন, ৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হবে। নির্বাচনও ফেব্রুয়ারির ৮ থেকে ১৪ তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
তিনি জানান, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে এটি উল্লিখিত সময়সীমার মধ্যে পড়বে।
ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিকল্পনা আছে, তবে কমিশন সিদ্ধান্ত নেওয়ার পর তা চূড়ান্ত হবে।
ভোটিং বুথের সংখ্যা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, কিছু ক্ষেত্রে চেম্বার ডাবল করার চিন্তা করা হচ্ছে। যা সম্ভব, কমিশন সভায় তা চূড়ান্ত করবে। এখনও ফাইনাল হয়নি। ৭ ডিসেম্বরের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তফসিল ঘোষণার চূড়ান্ত সময় সম্পর্কে তিনি বলেন, হ্যাঁ, মোটামুটি সময় ধরা যায়। তবে কমিশনের মিটিংয়ের পরই বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত
কর্মবিরতির পর এবার ‘কমপ্লিট শাটডাউনে’ সহকারী প্রাথমিক শিক্ষকেরা
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি