December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 18th, 2024, 7:19 pm

৯৭তম অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। প্রতি বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে বসে এই আসর। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম আসরের পুরস্কার। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। খবর : ভ্যারাইটি

নিচে ৯৭তম অস্কারের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকাডকুমেন্টরি ফিচার ফিল্ম বিবি ফাইলস, ব্ল্যাক বক্স ডায়েরি, ডাহোমে, ডটারস, এনো, ফ্রিদা, হলিউডগেট, নো আদার ল্যান্ড, পোসিলিন ওয়ার, কুইনডম, দ্য রিমারকেবল লাইফ অফ ইবেলিন, সাউন্ডট্র্যাক টু অ্যা কুপ ডি’এটা, সুগারকেন, ইউনিয়ন, উইল এবং হার্পার।

ডকুমেন্টারি শর্ট ফিল্ম চেসিং রু, ডেথ বাই নামবারস, ইটারনাল ফাদার, আই অ্যাম রেডি, ওয়ার্ডেন, ইনসিডেন্ট, ইনস্ট্রুমেন্ট অফ বিটিং হার্ট, কিপার, মাকাইলার ভয়েস:অ্যা লেটার টু দ্য ওয়ার্ল্ড, ওয়ান্স আপন অ্যা টাইম ইন ইক্রেন, দ্যা অনলি গার্ল অফ অর্কেস্ট্রা, প্ল্যানেটওয়াকার, দ্যা কুইল্টারস, সিট ৩১ : জোয়ি জেফার, অ্যা সুইম লেসন, আনটিল হি ইজ ব্যাক।

আন্তর্জাতিক ফিচার ফিল্ম: ব্রাজিল : আই অ্যাম স্টিল হিয়ার, কানাডা : ইউনিভারসাল ল্যাঙ্গুয়েজ, চেক প্রজাতন্ত্র : ওয়েভস, ডেনমার্ক : দ্য গার্ল উইথ দ্য নিডল, ফ্রান্স : এমিলিয়া পেরেজ, জার্মানি : দ্য সিড অফ স্যাক্রেড ফিগ, আইসল্যান্ড : টাচ, আয়ারল্যান্ড : নিক্যাপ, ইতালি : ভার্মিগ্লিও, লাটভিয়া : ফ্লো, নরওয়ে : আরমান্ড,প্যালেস্তাইন : ফ্রম গ্রাউন্ড জিরো, সেনেগাল : ডাহোমে, থাইল্যান্ড : হাউ টু মে মেক মিলিয়নস বিফোর গ্র্যান্ডমা ডাইস, ইউনাইটেড কিংডম : সন্তোষ।

অরিজিনাল সংগীত: ফরবিডন রোড (বেটার ম্যান), উইনটার কোট (ব্লিটজ), কম্প্রেস/রিপ্রেস (চ্যালেঞ্জার্স), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট), এল মাল, ছবি (এমিলিয়া পেরেজ), মি ক্যামিনো (এমিলিয়া পেরেজ), সিক ইন দ্য হেড (নিক্যাপ), বিয়ন্ড (মোয়না ২), টেল মি ইট ইস ইউ (মুফাসা: দ্য লায়ন কিং), পিস বাই পিস (পিস বাই পিস), লাইক অ্যা বার্ড (সিঙ্গ সিঙ্গ), দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট), আউট অফ ওকলাহোমা (টুইস্টারস), কিস দ্য স্কাই (দ্য ওয়াইল্ড রোবট), হার্পার অ্যান্ড উইল গো ওয়েস্ট (উইল অ্যান্ড হার্পার),

এগুলি ছাড়াও অরিজিনাল মিউডিক স্কোর, অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, ভিজুয়্যাল এফেক্ট বিভাগুলিতেও ১৫টি করে সিনেমা বেছে নেওয়া হয়েছে।

এরপর ২০২৫ সালের ৮ জানুয়ারি শুরু হবে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ, যা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ২ মার্চ।