January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 6th, 2022, 9:57 pm

৯৯৯-এ স্ত্রীর ফোন, ডা. মুরাদের বাসায় পুলিশ

ফাইল ছবি

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। তাকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান জাহানারা। তবে ধানমন্ডি থানা পুলিশ বিষয়টি এখনও স্বীকার করেনি।

বৃহস্পতিবার জাহানারা ৯৯৯-এ কল করে বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানান। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া অনলাইনকে বলেন, আমরা ৯৯৯ এ একটি ফোন পেয়েছি। ধানমন্ডি থানার উপপরিদর্শক সাইফুল ইসলামের নেত্বত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আমরা পরে আপনাদের জানাব। এ বিষয়ে উপপরিদর্শক সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।