অনলাইন ডেস্ক :
পান-মসলার বিজ্ঞাপন করে ইতোপূর্বেই বিতর্কের মুখে পড়তে হয়েছে বলিউডের বেশ কিছু তারকাকে। এবার সেই বিতর্ক এড়াতেই বিপুল অংকের অর্থের প্রস্তাব পেয়েও এক পান-মসলার সংস্থার প্রস্তাব ফিরিয়ে দিলেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। জানা গেছে, পান-মসলা সংস্থাটির বিজ্ঞাপনের জন্য ৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কার্তিককে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে পান মসলা মানব দেহের জন্য ক্ষতিকারক জেনে প্রস্তাবটি ফিরিয়ে দেন ‘ভুল ভুলাইয়া’ খ্যাত তারকা। কার্তিকের মতে, ‘আমি এমন কিছুর জন্য কখনোই কাউকে উৎসাহিত করব না যা ক্ষতিকারক।’ এই সচেতনতাতেই বাহবা পাচ্ছেন কার্তিক। নেটিজেনদের পাশাপাশি ভারতীয় সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপারসন এবং প্রযোজক পহলাজ নিহালানিও তার এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন। তিনি আরো জানান, অ্যালকোহল এবং পান মসলার বিজ্ঞাপনের সম্প্রচার অবৈধ এবং অসাংবিধানিক। আইন সিবিএফসিকে পান মসলা এবং অ্যালকোহল বিজ্ঞাপনের প্রশংসাপত্র প্রদান করতে নিষেধ করে। অতএব, প্রচারিত এই পণ্যগুলির বিজ্ঞাপন অবৈধ। যেই অভিনেতারা এই ধরনের বিজ্ঞাপনের অংশ নেন তাদের জানা উচিত যে তারা বেআইনি কার্যকলাপে অংশ নিচ্ছেন।” এর আগে পান-মসলার বিজ্ঞাপন করে বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শেষমেশ ক্ষমা চেয়ে সেই পান-মসলা সংস্থার প্রচার-দূতের ভূমিকা থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা। সূত্র-বলিউড হাঙ্গামা
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান