October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 26th, 2025, 7:21 pm

৯ পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয়জন এবং অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করেছে সরকার। একই সঙ্গে এএসপি পদমর্যাদার আরও দুই কর্মকর্তার পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া পুলিশ সুপাররা হলেন—

এসবির এম এম হাসানুল জাহীদকে রাজশাহীর সারদায়,

পিবিআইয়ের মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,

টাঙ্গাইল পিটিসির আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে,

গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে,

ডিএমপির মো. শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে,

পুলিশ স্টাফ কলেজের কাজী মুহাম্মাদ শফি ইকবালকে সিআইডিতে,

পিবিআইয়ের মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে,

এপিবিএনের উক্য সিংকে পিবিআইতে এবং

মিশন থেকে দেশে প্রত্যাগত মুহাম্মদ ইসমাইল হুসাইনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে—

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সনাতন চক্রবর্তীকে রংপুর মেট্রোপলিটন পুলিশে,

এবং শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ ফখরুজ্জামানকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়া পূর্বের আদেশ অনুযায়ী বদলি হওয়া পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এবং র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুর রহমানের বদলি আদেশ বাতিল করা হয়েছে।

এনএনবাংলা/